করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধ অমান্য করায় কুষ্টিয়ার কুমারখালীতে ৭ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার সকালে কুমারখালীর হল বাজার সংলগ্ন ওয়াল্টন ও বাসস্ট্যান্ড সংলগ্ন ভিশন শোরুমে, গণমোড়, হলবাজার,উপজেলা রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল ও সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম। ভ্রাম্যমাণ আদালতে ৭ মামলায় ২৭০০ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় কুমারখালী থানা পুলিশ,জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল বলেন, করোনায় সংক্রমণ প্রকোপ আকার ধারণ করছে। সবাইকে আবশ্যিক সরকারি বিধি মান্য করতে হবে। অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।