কুষ্টিয়া ২৫০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালের প্রত্যেক করোনা রুগীর পুষ্টি বিবেচনায় প্রতিদিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবু্বউল আলম হানিফ এমপি’র ভালবাসার উপহার।
প্রতিদিন, প্রত্যেক করোনা রুগীর জন্য প্রতি প্যাকেটে যা থাকছে ১টা মালটা, ২ টা সিদ্ধ ডিম, ১টা কলা এবং ৬ টা খেজুর।
কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম এবং কোষাধ্যক্ষ অজয় সুরেকা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিতরন কালে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ।
সোমবার হাসপাতালে রোগীদের বেডে গিয়ে এসব বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ অজয় সুরেকা।
তিনি বলেন, করোনা রুগীদের পুষ্টির অভাবে রোগের দীর্ঘ সূত্রিতা রোধে এবং দ্রুত সুস্থতা কামনায় জননেতা মাহবু্বউল আলম হানিফ এমপি এই মানবিক উদ্যোগ গ্রহন করেছেন। কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহযোগীতায় এটি বিতরণ করবে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় দূর্গত মানুষের মাঝে আওয়ামীলীগ, ছাত্রলীগ যে সেবা প্রদান করেছিলো স্বাধীনতার ৫০ বছর পরে জননেত্রী শেখ হাসিনার আহবানে জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি সেই একই সেবাই অবতীর্ন আজ কুষ্টিয়ার মানবিক আওয়ামীলীগ, ছাত্রলীগ।
Post Views: 55