আজ ১৯/০৭/২০২১ তারিখ দিবাগত রাতে মিরপুর থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানাধীন ফকিরাবাদ গ্রামস্থ আসামী মেঃ সজিব জোয়ার্দ্দার, পিতা-মোঃ মুকুল জোয়ার্দ্দার এর বসত ঘরে থেকে ২০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সজিব জোয়ার্দ্দার(২৪), পিতা-মোঃ মুকুল জোয়ার্দ্দার, সাং-ফকিরাবাদ, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া এবং মিরপুর থানাধীন কালিতলা গ্রামস্থ কালিতলা টু পোড়াদহ রোডের ছাতিয়ান মাঠের সামনে পাকা রাস্তা সংলগ্ন বটগাছের নিচ হইতে মাদক ব্যবসায়ী ১। মোঃ বাপ্পারাজ হোসেন(২৪), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক, সাং-চিথলিয়া, ইউপি-পোড়াদহ, ২। মোঃ রাজা আলী(৩০), পিতা-মৃতঃ আফসার আলী মন্ডল, সাং-দক্ষিন কাটদহ, উভয় থানা-মিরপুর, ৩। মোঃ তোফাজ্জেল হোসেন(৪০), পিতা-মৃতঃ খলিলুর রহমান, ৪। মোঃ সোহেল রানা(৩৭), পিতা-মৃতঃ ফজল মিস্ত্রি, উভয় সাং-চিথলিয়া, ইউপি-পোড়াদহ, থানা-মিরপুর, সর্ব জেলা-কুষ্টিয়াদের গ্রেফতার করতঃ নিয়মিত মামলা রুজু করিয়া গ্রেফতরকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম মহোদয়ের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ( মিরপুর সার্কেল) জনাব. মোঃ আজমল হোসেন মহোদয়ের তত্ত্বাবধানে এরুপ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Post Views: 51