জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়ার সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় মোঃ ছাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, কু্ষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া’র সহযোগিতায় এসআই(নিঃ)/মোঃ রুবেল হোসেন, সঙ্গীয় ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় মাদক ব্যবসায়ীদের আটক করেন। আটকৃতরা হলেন কুষ্টিয়া জেলা ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন (৪০), পিতা-আব্দুল খালেক মাষ্টার, সাং-চৌড়হাস ফুলতলা, এবং মোঃ সোহেল রানা (৩৪), পিতা-মোঃ মেজবার বিশ্বাস, সাং-হাটশ হরিপুর, উভয় থানা ও জেলা-কুষ্টিয়াদ্বয়কে (৫০+২০)=৭০(সত্তর) পিচ হালকা গোলাপী রংয়ের অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট এবং ০১টি লাল কালো রংয়ের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল সহ গ্রেফতার পূর্বক নিয়মিত মামলা রুজু করা হয়। এ বিষয়ে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জানান – এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Vaiya ei biker number koto??? Amar akta bike churi hoiche 17 tarik sonibar…….ei bepare kono tottho thakle amake plz janaben
Vaiya amar akta bike churi hoiche…..bike er pelet number (pabna ha 13-4550) garitar khoj pele plz janaben