রাতে ভেড়ামারা থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানাধীন কাজীহাটা ছাইবাজার সংলগ্ন গোডাউনের সামনে থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১. মোঃ হিরন হোসেন (৩০), পিতা- মোঃ ইকবাল মিস্ত্রি, ২. মোঃ রুমন সরদার (২৯), পিতা- মৃত রেজাউল ইসলাম, ৩. মোঃ আসলাম আলী (৩০), পিতা- মোঃ ফাত্তাক আলী, সর্বসাং- হোসেনাবাদ (জোয়ার্দ্দারপাড়া) , থানা- দৌলতপুর, জেলা -কুষ্টিয়াদের গ্রেফতার করে। গ্রেফতরকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।