কুষ্টিয়া জেলা শহরের কাটাইখানা মোড় এলাকায় অবস্থিত চালিয়ে চাঁদের পরী নামক একটি নকল কসমেটিকস কারাখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। গতকাল বিএসটিআই এর লাইসেন্স বিহীন প্রতিষ্ঠানটি বিভিন্ন নামে কসমেটিকস পণ্য সহ বিভিন্ন দেশের নামি-দামী প্রতিষ্ঠানের মোড়কে নকল প্রসাধনী সামগ্রী ( ৩১ টি পণ্য) উৎপাদন ও গোপনে বাজারজাত করে আসছিলো। জেলা প্রশাসন, কুষ্টিয়ার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সবুজ হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩, ৫০, ৫২ ও ৫৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ০২ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের শাস্তি প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে কোম্পানি কমান্ডার, র্যাব- ১২ কুষ্টিয়া ও তার একদল চৌকস বাহিনী, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, কুষ্টিয়া সহ আরও অনেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে৷