বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রয়াত আ স ম হান্নান শাহ’র স্ত্রী সৈয়দা ফাররুখ সুলতানা (নাহিদ হান্নান) ইন্তেকাল করেছেন। শুক্রবার বিকাল ৩টা ৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। বেশ কয়েকদির ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার জাকির হোসেন সরকার । তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।