শ্রদ্ধাঞ্জলি..
জানি তুমি আসবেনা ফিরে তোমার অস্তিত্বের সীমানা জুড়ে,
বয়ে যাবে অনন্ত অনাদি কালস্রোতে ,,,আমাদের জাগ্রত অনুপ্রেরণা ।
তোমাকে হারাবার পর অসংখ্য নানা ঘাত প্রতিঘাত, জীবনের সাত, সমুদ্র, তের নদী পেরিয়ে খুঁজে পেয়েছি , তোমার বুলেট বৃদ্ধ বুকের পাঁজরে অবশিষ্টের নোঙর নিশানা 🖤🖤
আজকের এই দিনে হাটশ হরিপুর ইউনিয়নের তথা খুলনা বিভাগের জনপ্রিয় ও জননন্দিত চেয়ারম্যান এম মাহমুদ হোসেন সাচ্চু সন্তাসীর গুলিত নিহত হন।তিনি শুধু একজন চেয়ারম্যানই ছিলেন না তিনি ছিলেন হাটশ হরিপুর ইউনিয়নের মানুষের নয়নের মনি।তিনি জাসদেরএকজন অন্যতম নেতা ছিলেন।কিন্তু ২০০০ সালের ১৪ জুলাই পরিকল্পিত ভাবে তাকে হত্যার উদ্দেশ্য তাকে গুলি করে ।সন্তাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়।তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁর উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্য হেলিকপ্টারে করে নেওয়া হয়।কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।শোকের ছায়া নেমে আসে তাঁর পরিবার ও ইউনিয়নবাসীর মাঝে। বীরের কখনো মৃত্যু হয় না।তার পরিবার এই ২১ তম মৃত্যু বার্ষিকতে সবার কাছে তার আত্মার মাগফেরাতের জন্য দোয়া চেয়েছেন-১নং হাটশ হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও তাঁর সহধর্মিণী এম,সম্পা মাহমুদ ও এক মাএ পুএ এম মারিফ মাহমুদ।আল্লহ যেন তাকে বেহেশতে নসীব করুন।।