শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
শেখ হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রুল বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা ১৬ বছরে প্রশাসনের দলবাজ-দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ সুপারিশ বিএনপির জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত কুষ্টিয়ায় থানা লুটের অস্ত্র প্রদর্শন করে ফেসবুকে পোস্ট দেয়া সেই সন্ত্রাসী সুজন গ্রেফতার সুন্দর, সুখী ও সমৃদ্ধশালী আদর্শ সমাজ বিনির্মাণে তারুণ্যের ভূমিকা-শেখ সাদী একটি হারানো বিজ্ঞপ্তি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ  পিপি হলেন ফ্রিডম পার্টির সাবেক নেতা খন্দকার সিরাজ সমালোনার ঝড় কুষ্টিয়ায়।
ঘোষণা:
পরিবর্তনের অঙ্গীকারে আপনাকে স্বাগতম। সময়ের বহুল প্রচারিত বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য  ভিন্নধারার নিউজ পোর্টাল "পরিবর্তনের অঙ্গীকার"। অতি অল্প দিনে পাঠক নন্দিত হয়ে উঠেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষে কাজ করছে এক ঝাঁক তরুণ, মেধাবী ও অভিজ্ঞ সংবাদকর্মী। দেশ-বিদেশের সকল খবরাখবর কারেন্ট আপডেট জানাতে দেশের জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংবাদ প্রতিনিধি নিয়োগ চলছে।  ছবিসহ জীবন বৃত্তান্ত (সি ভি)পাঠাতে হবে। ই-মেইল: khalidsyful@gmail.com , মোবাইল : ০১৮১৫৭১৭০৩৪

কুষ্টিয়ায় করোনা হাসপাতালে ভর্তি ছেলের জন্য ওষুধ কেনার টাকা নেই আবদুল আলিমের

কুষ্টিয়া অফিস / ৪৯১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ৪:২৬ পূর্বাহ্ন

কুষ্টিয়া করোনা হাসপাতালের পেয়িং ওয়ার্ডের সামনের বারান্দায় উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলেন ষাটোর্ধ্ব আবদুল আলিম। চোখেমুখে তাঁর দুশ্চিন্তার ছাপ। কখনো একদৃষ্টিতে অচেনা কারও দিকে তাকিয়ে থাকছেন। হাতে কয়েকটি মেডিকেল রিপোর্ট।

কাছে যেতেই কেঁদে ফেললেন আবদুল আলিম। আজ সোমবার দুপুরে কথা হলো তাঁর সঙ্গে। চোখ মুছতে মুছতে বললেন, ‘ছেলের ওষুধ ফুরিয়ে গেছে। কিন্তু কাছে কোনো টাকা নেই। কী করব বুঝতে পারছি না। কোনো ব্যবস্থা করে দিতে পারবেন?’

আবদুল আলিমের ছেলে ইদ্রিস আলী (৩৫) করোনার উপসর্গ নিয়ে গত শনিবার হাসপাতালে ভর্তি হন। আবদুল আলিম জানান, ১০ থেকে ১২ দিন আগে তাঁর জ্বর ও ঠান্ডাজনিত রোগ হয়। কয়েক দিনের মধ্যে তা সেরেও যায়। কিন্তু শনিবার সকালে শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে আসেন।

ইদ্রিস আলী পেশায় ভ্যানচালক। তিনি কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের মাঝিলা গ্রামের বাসিন্দা। হাসপাতালের করোনা অবজারভেশন ওয়ার্ডে বর্তমানে ভর্তি তিনি। শরীরে সেন্ট্রাল অক্সিজেন চলছে। ছাত্রলীগের এক স্বেচ্ছাসেবক অক্সিমিটারে মেপে জানালেন, ইদ্রিসের অক্সিজেনের মাত্রা ৮০ শতাংশ।

আবদুল আলিম জানান, গ্রাম থেকে লোকজনের দেওয়া সাহায্যের ৩ হাজার টাকা ও নিজের কাছে জমানো ১০ হাজার টাকা নিয়ে হাসপাতালে আসেন। ভর্তির পর ওই দিন বিকেলে তিনি পাঁচ হাজার টাকার ওষুধ কেনেন। এরপর রোববার আরও সাড়ে চার হাজার টাকার ওষুধ কেনেন। এ ছাড়া যাতায়াত ও খাওয়াদাওয়ার পেছনে বাকি টাকা খরচ হয়েছে বলে জানান তিনি। তাই এখন আর ওষুধ কেনার মতো কোনো টাকা নেই তাঁর কাছে।

আবদুল আলিম বলেন, ‘পয়সা নেই। বাড়িতেও কিছু বলতে পারছি না। ছেলেকে নিয়ে বাড়ি চলে যাওয়ার ব্যাপারে ডাক্তারকে বলেছি। কিন্তু ছেলের অবস্থাও তো ভালো না। ওষুধ কেনার টাকা কোথায় পাব, সেই চিন্তায় ছুটে বেড়াচ্ছি।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুর মোমেন বলেন, কিছু ওষুধ আছে সেগুলো খুবই দামি। সেগুলোর সরবরাহ কম। এ জন্য হয়তো ইদ্রিস আলীকে বাইরে থেকে সেই ওষুধগুলো কিনতে হচ্ছে।

এদিকে আবদুল আলিমের দুর্দশার কথা শোনার পর সেখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ প্রয়োজনীয় কিছু ওষুধ কিনে দেওয়ার আশ্বাস দেন।

প্রতিবেদন :প্রথম আলো -তৌহিদী হাসান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর