দেশজুড়ে বেড়ে চলেছে করোনার ভয়াবহতা। প্রতিদিন রেকর্ড হারে সংক্রমিত হচ্ছে দেশের মানুষ। বাড়ছে মৃত্যুর মিছিলে যোগ দেয়া মানুষের সংখ্যাও। দেশে করোনার সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। যাতে বন্ধ করে দেয়া হয়েছে প্লেন, ট্রেনসহ দেশের সকল গণপরিবহন। তবে সামনে কোরবানির ঈদকে সামনে রেখে নতুন করে বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।আজ মঙ্গলবার (৬ জুলাই) সকালে এক সংবাদ বুলেটিনে এ তথ্য জানা যায়। জানা গেছে, কোরবারি ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকায় কোরবানির পশু আনতে আগামী ১৭ থেকে ১৯ জুলাই তিন দিনের জন্য বিশেষ টেন ‘ক্যাটল সার্ভিস’ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।এদিকে, গত ১ জুলাই থেকে শুরু হওয়া চলমান লকডাউন আগামী ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার (৫ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো।