বিধিনিষেধের মেয়াদ বেড়েছে ১৪ জুলাই পর্যন্ত। শর্তাবলী থাকছে অপরিবর্তিত।
আজ জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোড় সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হলো।
গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলমান রয়েছে। এ সংক্রান্ত ৩০ জুনের প্রজ্ঞাপনে সাতদিনের জন্য জনসাধারন ও যানবাহনের চলাচল বন্ধসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় সরকার।