বিষাদগ্রস্থ জীবন
_______________
লেখকঃপ্রীতি লতা
দিবানিশি ছোটে মানুষ শহরে আর গাঁয়
কোথায় গেলে একটুখানি শান্তি পাওয়া যায়,,
গাঁয়ে আছে গাছপালা আর ছোট্ট বাড়িঘর
সবাই সেথায় কতো যে আপন কেহ নাহি পর,,
কামার কুমোর জেলে তাতি সবাই কতো খুশি
মাঠে মাঠে ফসল ফলায় গাঁয়ের গরীব চাষী।।
শহর জুড়ে দালানকোঠা দাঁড়িয়ে সারি সারি
পাশ দিয়ে তার পাকা রাস্তা রং বেরঙের গাড়ি,,
ধনী গরিব সবাই মিলে বাস করে পাশাপাশি
নানান পেশার মানুষ গুলোর মুখে ছিল হাসি,,
অবাধে তাদের চলাফেরা শহরে আর গাঁয়
মনের মাঝে সুখের বাজনা নিত্য বেজে যায়।।
উল্টে গেল পরিবেশ পাল্টে গেল দিন
মানুষ কতো যে কষ্টে আছে দুঃখ সীমাহীন,,
কোথায় যে হারিয়ে গেল সুখের সেসব দিন
সবার মনে ক্ষোভ করোনা কেন ছাড়ল চীন,,
ছাত্র শিক্ষক কর্মচারীরা ভুগিতেছে হতাশায়
দুঃখ কষ্ট ব্যাথা নিয়ে সবাই দিন কাটায়।।
কুলি মজুর কৃষক শ্রমিক সবার আশাই হত
আমরা আর কি এই পৃথীবি পাবো আগের মতো,,
লাশ পুড়ছে চিতার অনলে কতোক ভাসছে জলে
আপনজন কেউ পাশে নেই এই করোনা কালে,,
করোনার থাবা থেকে সবাই মুক্ত হতে চায়
নিত্য নতুন চরিত্র পাল্টাচ্ছে এই করোনায়।
পৃথীবিতে জন্মেছি মোরা মরিবো তো নিশ্চয়
মরণ মোদের দিও প্রভু: না দিও করোনায়,,
গাছপালাতে ফুল ফোটে এখনো রঙিন হয়ে
আশা ভরসা বিবর্ণ হলো এই করোনার ভয়ে,,
মানুষের কতো ছুটোছুটি ছিল শহরে আর গাঁয়
এখন তারা করোনার ভয়ে ঘরে দিন কাটায়।।