সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সংকটে গতকাল বুধবার আটজনের মৃত্যুর অভিযোগ ওঠার পর তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
তিন সদস্যের এই কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে মৃত্যুর কারণ অনুসন্ধান করে রিপোর্ট দেবে বলে জানিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত।
উল্লেখ্য, অভিযোগ উঠেছে, গতকাল বুধবার বিকেলে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের প্রেশার কমে আসতে থাকে। সেই সংকট শুরুর পর পরই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুজন, করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) দুজন এবং সাধারণ ওয়ার্ডে আরও চার জনসহ মোট আটজনের মৃত্যু