টালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান আসছে সেপ্টেম্বরে মা হতে যাচ্ছেন। শিগগিরই প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে পা দেবেন তারকা সাংসদ।তবে এখনো শুটিং করেই যাচ্ছেন তিনি। গেলো সপ্তাহের পর চলতি সপ্তাহেও শুটিং করলেন নুসরাত। মঙ্গলবারই শহরের এক স্টুডিওয় হাজির ছিলেন নুসরাত। সেই ঝলক আগেই সামনে এসেছে, বৃহস্পতিবার নিজের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন ‘ইয়োরস লাভিংলি’ নুসরাত।সেখানে দেখা যায়, ফ্লোরার প্রিন্টেড হালকা সবুজ রঙা সালোয়ার কামিজে পরেছেন নুসরাত। আয়নার সামনে দাঁড়িয়ে একের পর এক পোজ দিলেন নায়িকা। যদিও এই ছবিতে নিজের বেবি বাম্প ফ্লন্ট করতে দেখা যায়নি নুসরাতকে। নায়িকার দেশি লুকে মগ্ন হয়েছেন ভক্তরা।এদিকে যশ-নুসরাতের প্রেমের চর্চা এখন টালিগঞ্জের অলিতে-গলিতে। সেই প্রেমের বৈধতা নিয়েও প্রশ্নের কমতি নেই। প্রশ্ন উঠেছে নুসরাতের হবু সন্তানের পিতৃত্ব কী মেনে নিতে তৈরি যশ? এমন প্রশ্ন নায়িকার ইনস্টাগ্রামের দেওয়ালে উপচে পড়ছে।
হিন্দুস্তান টাইমস থেকে পরিমার্জিত।