মাত্র আধা ঘন্টায় গাড়ি ভর্তি অক্সিজেনের পাঠিয়ে দিলেনে কুষ্টিয়ার গণমানুষের নেতা জনাব মাহাবুব উল আলন হানিফ এমপি।কুষ্টিয়া সদর হাসপাতালে অক্সিজেনের গাড়িটি হয়ে গেলো যেন ত্রানের গাড়ি। মূমুর্ষ রোগীদের স্বজনেরা পথ চেয়ে বসে থাকে আর গাড়ি দেখলেই ছুটে যায় তার প্রিয়জনের জন্য সিলন্ডার নিতে।
দিনে দুইবার কুষ্টিয়া থেকে যশোর যেতে হয় অক্সিজেন রিফিল করতে। এই বিষয়টি এমপি হানিফকে জানানো মাত্র আঁধা ঘন্টার মধ্যে অক্সিজেন ভর্তি গাড়ি পাঠিয়ে দিলেন।