গজারিয়া নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানিয়েছেন, মুন্সীগঞ্জ সদর থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরগামী ট্রলারটি মেঘনা নদীতে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় তিনজন পুরুষ সাঁতরে তীরে উঠলেও এক নারী নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ওই নারীর সন্ধানে কাজ করছে।