কুষ্টিয়ায় শিশু সৈকত ইসলাম সকাল হত্যার দ্রুত বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
কুষ্টিয়া অফিস // নিজস্ব প্রতিনিধি
/ ১৩০
বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম :
শনিবার, ২৬ জুন, ২০২১, ১১:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন
আজ সকালে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের বংশিতলা মোড়ে এলাকার নারী-পুরুষের অংশ গ্রহনের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় এলাকাবাসী অভিযোগ করে বলেন, শিশু সৈকত ইসলাম সকালকে পরিকল্পীত ভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ এক জন আসামীকে গ্রেফতার করলেও বাকি আসামীদের গ্রেফতারে গড়িমোসি করছে এবং হত্যার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালাছে একটি প্রভাবশালী মহল।মানববন্ধন থেকে এলাকাবাসী শিশু সৈকত ইসলাম সকাল হত্যার সাথে জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মাধ্যমে ফাঁসির দাবিও জানান।পরে বংশিতলা মোড় থেকে শিশু সৈকতের বাড়ী পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা।উল্লেখ্য, গড় মে মাসের ২৭ তারিখে শিশু সৈকত ইসলাম সকালের ঘার ভাঙ্গা লাশ পাশের বাড়ীর একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।