ভেড়ামারার মানুষকে ভালো রাখতে, সুস্থ রাখতে, করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে দূরে রাখতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন। এর অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকারের নেতৃত্বে দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়
তিনি অাজ শনিবার কঠোর বিধি-নিষেধ (লকডাউন) এর ৬ষ্ঠ দিনে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ভেড়ামারা বাজার, ১২মাইল, ১৬দাগ, মসলেমপুর, যাত্রী ছাওনী, চর দামুকদিয়া, ফারাকপুর, কোদালিয়া পাড়া, জুনিয়াদহ, মালিপাড়া বাজার এলাকায় অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক ৭টি মামলায় মোট ১৪,৫০০/- অর্থদন্ড প্রদান করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮” অনুযায়ী গিরন আলী (৪৭), মালিপাড়া ও মোঃ রনি মন্ডল ( ২২) জুনিয়াদহকে মাদকদ্রব্য (টাপেন্টা) সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে প্রত্যেককে পৃথক মামলায় ০৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান কর হয়।