ভারত সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় উর্দ্ধমুখী সংক্রমন ঠেকাতে জেলা প্রশাসনস ঘোষিত ৭দিনের লকডাউনের ৩য় দিন আজ। আগামী ২৭জুন মধ্যেরাত পর্যন্ত ৭দিনের কঠোর লকডাউন ঘোষনা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার মধ্যেরাত থেকে ২৭জুন মধ্যেরাত পর্যন্ত জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান, কল-কারখানা, শপিংমল, দোকান, রেষ্টুরেন্ট ও চায়ের দোকান, পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার ও মুদির দোকান সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত স্বাস্ব্যবিধি মেনে খোলা রাখা যাবে। এসময়ে কুষ্টিয়া জেলায় স্থানীয় ও দুরপাল্লার সকল প্রকার যানবাহন ছেড়ে যাওয়া বা প্রবেশ করা নিষিদ্ধ ঘোষিত হয়েছে। বন্ধ থাকবে গরুর হাটসহ জেলার সকল সাপ্তাহিক হাট-বাজার। লকডাউন বাস্তবায়ন করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
কুষ্টিয়া সিভিল সার্জন ডা: এইচ এম আনোয়ারুল ইসলাম জনান, গত ২৪ ঘন্টায় ৫জন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে ১২২ জনের শরীরে করোনা সংক্রমিত হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৪০ জন এর মধ্যে জেনারেল হাসপাতালে ২৯ জন। জেনারেল হাসপাতালে ১২২জনসহ জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৪৭জন।