“করোনার দ্বিতীয় ঢেউ, প্রচন্ড মাত্রায় আক্রান্ত কুষ্টিয়া ”
কুষ্টিয়া জেলায় করোনা মহামারি বৃদ্ধি পাওয়ায় ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে মাস্ক বিতরন কর্মসূচীর আয়োজন করা হয়। আজ বেলা ১১.৩০ মিনিটে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। দুপুর ১২.০০ টা থেকে ১.০০ পর্যন্ত কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া চামড়া পট্টি, বাবর আলী গেট ও কুষ্টিয়া পৌর বাজার এলাকায় মাস্ক বিতরন করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ও কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু। এসময় মাস্ক বিতরন কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষানবিশ আইনজীবী বকুল আলী, ছাত্রনেতা আবদুল্লাহ আল নোমান, ইনছান হোসাইন মুরছালীন প্রমূখ।