অঙ্গীকার ডেস্ক :কুষ্টিয়া জেলার খোকসাতে সাড়ে ৪ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগের কয়েক এক ঘন্টায় মধ্যে অভিযুক্ত যুবকে আটক করেছে খোকসা থানা পুলিশ। রবিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সন্তোষপুর গ্রামের এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। এর আগে সকালেই যৌন নিপীড়নের শিকার ওই শিশুর অভিভাবক থানায় অভিযোগ করেন।
খোকসা থানার সূত্রে জানা যায়, খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের পিদ্দান মন্ডলের ছেলে সাইদুল ইসলাম (২০) মাথা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নেয়। এক পর্যায়ে সে তাকে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। শিশুটির চিৎকার শুনে পরিবারের লোকেরা ঘর থেকে শিশুটিকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। পরে ঐ শিশুসহ পরিবারের লোকেরা থানায় নিয়ে যায়। অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই যুবকে আটক করেছে। সাইদুল ইসলাম একটি কসমেটিকের দোকানে কাজে করে।
খোকসা থানায় উপস্থিত শিশুটির মা জানান, শিশুর উপর পাষবিক নির্যাতনকারী সম্পর্কে শিশুটির প্রতিবেশী সম্পর্কে চাচা। তিনি আটক যুবক সাইদুলের বিচারের দাবি করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মো. আশিকুর রহমান জানান, শিশু যৌন নিপীড়নের অভিযোগে সাইদুল নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের অভিযোগ দিয়েছেন শিশুটির মা।
Ai sele k amon sasti deoya hok jate sob seleder sikka hoi jai.