কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা পজেটিভ নিয়ে গত ১৪ই জুন ১ টায় মারা যায় অরুপ কুমার সাহা। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ারর ইবি থানার শিবপুরে। কিন্তু দুঃখের বিষয় হলো করোনার ভয়ে তার আত্মীয় ও এলাকাবাসিরা তার লাশের পাশে আসতে ও সৎকার কাজ করতে এগিয়ে আসেনি।তারা সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের শরণাপন্ন হলে তার লাশ সৎকার করার জন্য খেদমতে খলক ফাউন্ডেশন কুষ্টিয়ার একঝাক উলামা নিজেস্ব এ্যাম্বুলেন্স নিয়ে দুপুর ১২ টায় সৎকার কাজ সম্পূর্ণ করেন।অরুপ কুমার সাহা (৫২)। পেশায় একজন বই ব্যবসায়ী। অরুপ সাহা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার হরিনারায়নপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত শ্যামপদ সাহার ছেলে। হরিনারায়নপুর বাজার জামে মসজিদের সামনে তাঁর একটি বইয়ের দোকান রয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার পর গত ১১ জুন ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। হাসপাতালে চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রোববার দিবাগত রাত একটার দিকে না ফেরার দেশে চলে যান অরুপ কুমার সাহা। মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ লাশ গ্রহণের জন্য পরিবারের সদস্যদের খবর দেন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় ভয়ে পরিবারের লোকজন অরুপ কুমার সাহার লাশ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। হাসপাতাল কর্তৃপক্ষ অনেক বোঝালেও তাঁরা কোনভাবেই লাশ গ্রহণ করতে রাজি হননি।হরিনারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মন্ডল পরিবর্তনের অঙ্গীকার কে জানান, পরিবারের সদস্যদের অনেক বুঝিয়েও কোন লাভ হয়নি। তারা অরুপ কুমার সাহার লাশ গ্রহণে রাজি হননি। করোনায় আক্রান্ত ব্যবসায়ী অরুপ সাহার লাশ গ্রহণ না করায় বিপাকে পড়েন হাসপাতাল কর্তৃপক্ষ।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার পরিবর্তনের অঙ্গীকার কে জানান, পরিবারের সদস্যদের অনেক অনুরোধ করার পরেও তারা কোনোভাবেই লাশ গ্রহণে রাজি হননি।কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম পরিবর্তনের অঙ্গীকার কে জানান, ভয়ে পরিবারের লোকজন লাশ গ্রহণ না করায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্থানীয় ওলামাদের সাথে যোগাযোগ করা হয়। এগিয়ে আসেন কুষ্টিয়ার খলক ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান। সোমবার বেলা ১২ টার দিকে উক্ত প্রতিষ্ঠানের ওলামা সদস্যরা করোনায় মৃত অরুপ কুমার সাহার লাশের সৎকারের ব্যবস্থা করেন।সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম সংযোগ২৪ কে বলেন, মানুষের জীবন মৃত্যু মহান আল্লাহতালার হাতে। করোনায় মারা যাওয়া অরুপ কুমার সাহার লাশ গ্রহণ না করার বিষয়টি তাদেরকে পীড়া দিয়েছে। স্থানীয় ওলামারা এগিয়ে এসে লাশের সৎকারের ব্যবস্থা করে মহত্ত্বের পরিচয় দিলেন। সিভিল সার্জন সংযোগ২৪ কে জানান রোববার রাত থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। মৃত দুজনের বাড়িই কুষ্টিয়া সদর উপজেলায় বলে জানা গেছে। অপরদিকে আজ মঙ্গলবার (১৫ জুন) কুষ্টিয়ায় এ যাবৎ সর্বোচ্চ রেকর্ড ৯৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। মৃত্যু হয়েছে ৩ জনের।