সুন্দর, সুখী ও সমৃদ্ধশালী আদর্শ সমাজ বিনির্মাণে তারুণ্যের ভূমিকাঃ
যোগ্য নেতৃত্ব ও কর্মতৎপরতার মাধ্যমে উন্নত দেশ গঠন এবং দেশের উন্নতি-অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে তরুণদের ভূমিকা অপরিসীম। এটা সর্বজন বিধিত যে, কেবল তরুণরাই পারবে সুন্দর, সুখী ও সমৃদ্ধশালী আদর্শ সমাজ বিনির্মাণ করতে। চেতানাদৃপ্ত তরুণরা যখন জেগে ওঠে তখন সকল প্রতিবন্ধকতা, সকল চড়াই-উৎরাই মাড়িয়ে তারা বিজয় ছিনিয়ে আনে। বিজয়ের পুষ্পমালা তাদের পদচুম্বন করে।
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের তরুণদের পদচারণায় আজও মুখরিত। বিশ্বজুড়ে চলছে আজ তরুণদের জয়-জয়কার। জাতির প্রাণের স্পন্দন তরুণ সমাজ। তরুণরা যে উদ্দেশ্যেই জেগেছে সে উদ্দেশ্যই অর্জন করেছে। এমনিভাবে ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে তরুণদের আত্মত্যাগের কথা। একটি আদর্শ সমাজ বিনির্মাণে তাই তরুণদেরই জেগে উঠতে হবে, জাগাতে হবে জাতিকে।
খোকসা-কুমারখালীর তরুণ সমাজও আজ সুগঠিত, সুবিন্যস্ত।তারা আমার ভালবাসা ও শক্তির প্রধান স্তম্ভ। যুবসমাজও তাদের নেতাকে চিনে নিয়েছে, বেছে নিয়েছে এবং সমগ্র এলাকার ছাত্র ও যুবসম্প্রদায় আজ একজোট হয়েছে, তাই যত অপবাদই দেওয়া হোক, যত বাঁধাই আসুক ইনশাআল্লাহ সত্য, সুন্দর ও তারুণ্যের বিজয় সুনিশ্চিত!