সদ্য ঘোষিত কুষ্টিয়া জেলা বিএনপির পূর্নাঙ্গ আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক পদবঞ্চিত নেতারা।
বুধবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মজমপুর গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবলু মোল্লা, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীম উল হাসান অপু,কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া জেলা বিএনপি সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টুসহ উপজেলা থেকে আগত নেতারা বক্তব্য রাখেন।
পদবঞ্চিত নেতারা বলেন, যে সমস্ত নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে ছিল না সেই সকল নেতাকর্মীদের নিয়ে কমিটি দেওয়া হয়েছে। এর পাশাপাশি আজকে যাদের নামে ২০ /২৫ টি করে মামলা যারা রাজপথে ছিল যারা জেল খেটেছে হাসিনা সরকারের আমলে যারা রাজপথে গরম করেছে তাদের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে তারই প্রতিবাদে আমরা সমবেত হয়েছি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি আপনি এই বিষয়টি দেখবেন।
নেতারা আরো বলেন, অতি দ্রুত এই কমিটি বাতিল করে যে সমস্ত ত্যাগী নেতাকর্মীরা বাদ পড়েছে তাদের সমন্বয় করে নতুন কমিটি দেওয়া হোক। যতদিন এই কমিটি না দেওয়া হবে আমরা ততোদিন রাজপথে থাকবো। যতদিন পর্যন্ত নতুন কমিটি না দেওয়া হবে ততোদিন পর্যন্ত ত্যাগী নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। প্রয়োজন হলে আমরা এ আন্দোলনকে বেগবান করে কুষ্টিয়া শহর অচল করে দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি