নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া ইসলামিয়া কলেজের এডহক কমিটির সভাপতি হলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। ১ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
এতে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে।
মঙ্গলবার (২২ অক্টোবর) কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অধ্যক্ষ বরাবর এ চিঠি পাঠানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো: আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত প্যাডে মনোনয়ন দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, অত্র কলেজের এডহক কমিটির বর্তমান সভাপতি জেলা প্রশাসক, কুষ্টিয়া- এর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন সরকার-কে মনোনয়ন দেয়া হলো।
এডহক কমিটির মেয়াদ ১৬/০৩/২০২৫ তারিখ পর্যন্ত। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে।
তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর মহোদয় এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি