নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড়ে কিশোর গ্যাংয়ের লিডার সুরুজ আলীর (১৭) ছুরিকাঘাতে রাতুল ইসলাম (১৭) নামের স্কুল ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ৯ টায় ৩০ মিনিটে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড়ে এ ঘটনা ঘটে।
আহত রাতুল ইসলাম (১৭) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল পাড়া এলাকার মোঃ মুক্তার হোসেনের ছেলে।
রাতুলের উপর ছুরিকাঘাতকারী সরুজ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল পাড়া এলাকার রবিউল ইসলাম ওরফে বাটু ঘটকের ছেলে।
এ ঘটনায় রাতুলের বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও প্রতক্ষ্যদর্শী সুত্রে জানা যায়, তারা একসমবয়সী । একসাথে চলাফেরার সময় তাদের মধ্যে দুজনের কথা কাটাকাটির একপর্যায়ে সুরুজ রাতুলকে ছুরিকাঘাত করেছে। পরে স্থানীয়রা রক্তাক্ত জখম আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
গুরুতর আহত রাতুলের বড় ভাই মিতুল বলেন, "তারা একসাথে চলাফেরা করে। আমার ভাই সন্ধ্যার সময় বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হলে কিছুক্ষন পর শুনতে পারি আমার ভাইকে সুরুজ ডেগার মেরেছে। সুরুজ এর আগেও এক ভ্যানচালকে আমার ভাইয়ের মতো ডেগার মেরেছিল"।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার জানান, "রবিবার রাতে রাতুল নামের এক ছেলে ছুরিকাঘাত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এক্স'রে রিপোর্ট পেলে সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে"।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) সোহেল রানা জানান, " রাতে ছুরিকাঘাতের ঘটনার অভিযোগ পেয়েছি। দ্রুতই এর ব্যবস্থা নেওয়া হবে"।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি