খালিদ সাইফুল: কুষ্টিয়া মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা আতাহার আলী’র লাইসেন্সকৃত পিস্তলের ছোড়া গুলিতে রেজাউল হক (৫০) নামে পথচারী এক ভ্যানচালক এবং হাসেম গাজী (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মীসহ দুজন গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলিয়া বাজারে সংঘটিত গুলিবর্ষনের ঘটনায় আহতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার শিমুলিয়া এলাকার মৃত আলাউদ্দিন গাজীর ছেলে আওয়ামী লীগ কর্মী হাসেম গাজী (৫৫) এবং বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে ভ্যান চালক রেজাউল (৫০)।
স্থানীয় ও প্রতক্ষ্যদর্শী সুত্রে জানা যায়, সন্ধ্যায় সাবেক এই ইউপি চেয়ারম্যান আতাহার আলী লোক পাঠিয়ে নিজ বাড়ির সামনে থেকে হাসেম গাজীকে শিমুলিয়া বাজারে ডেকে এনে প্রকাশ্যে লোকজনের সামনে কথাকাটাকাটি শুরু করে। এক পযায়ে আতাহার আলী নিজ নামীয় লাইসেন্সকৃত নাইন এমএম পিস্তল দিয়ে এলোপাতারি গুলিবর্ষন শুরু করেন। এসময় সেখানে থাকা ভ্যান চালক রেজাউল ও হাশেম গাজী নাদের দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা গুর্লিবিদ্ধ রক্তাক্ত জখম গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
গুলিবিদ্ধ গুরুতর আহত হাশেম গাজীর ছেলে সোহেল (২৭)র অভিযোগ, গত ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আবার বাবা নৌকা মার্কার ভোট না করে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের ভোট করাকে কেন্দ্র করে মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়াম্যান আতাহার আলীর সাথে দ্বন্দে সূত্রপাত। বেশ কিছুদিন ধরে আতাহারের ক্যাডার বাহিনী আমার বাবাকে প্রান নাশের হুমকি দিয়ে আসছে। গত কয়েকদিন পূর্বে আমাদের বাড়ির উঠানে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃর্স্টি করে আতাহারের লোকজন। আজকেও আতাহার আলী একদম পরিকল্পিত ভাবে লোকজন সাথে করে এসে বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা করেছে।
তবে এবিষয়ে আতাহার আলীর মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার জানান, শনিবার সন্ধার পর দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের মধ্যে হাশেম গাজী(৫৫) নামের রোগীর উন্নত চিকিৎসার জন্য জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, শনিবার সন্ধায় গুলিবর্ষনে দুইজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহতের ঘটনায় জড়িত সন্দেহে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার আলী ও তার ভাতিজা রিগ্যান এবং ভাগ্নে আয়নালকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এছাড়া ঘটনাস্থলে নতুন করে উত্তেজনা ঠেকাতে উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি