নিউজ ডেস্ক:
নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস পৌরসভায় কর্মরত ৪র্থ শ্রেণির কর্মচারী বিদ্যুৎ লাইনম্যান মো. শফিকুল ইসলামসহ ৫জনের নামে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার বিকালে দায়ের করা অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার সময় পৌরসভার সচিব ও সমাজ উন্নয়ন কর্মকর্তা অফিসের একটি ফাইল লাইনম্যান শফিকুলের হাতে দেয়া মাত্রই ফাইলটি তাদের মুখের উপর ছুড়ে মারেন কর্মচারী শফিকুল।
বিষয়টি অসাদচারণ হওয়ায় উক্ত কর্মচারীর হাতে শোকজের একটি চিঠি দেয় পৌরসভা কর্তৃপক্ষ। শোকজের চিঠি হাতে পেয়ে মোবাইল মারফত ৪-৫জনকে ডেকে এনে অফিস ঘেরাও করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি লিখিতভাবে জানিয়ে পৌর মেয়র সুশান্ত কুমার দাস থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন- লাইনম্যান মো. শফিকুল ইসলাম (৪৫), সরখোলা গ্রামের মো. শিমুল হোসেন (৩৮), মো. উজ্জল হোসেন (৩৬) ও মো. ডালিম হোসেন (৩) এবং বুইকরা গ্রামের মো. জাকির হোসেন (৩৮)।
নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত জানান, পৌর নির্বাহী কর্মকর্তা ও সমাজ উন্নয়ন কর্মকর্তার সাথে অসাদচারণ করার জন্য তাকে শোকজ করা হয়। এ সময় এই চিঠি হাতে পাওয়ার পর লাইনম্যান শফিকুল তার ভাইসহ এলাকার ১০-১৫ জনকে সাথে নিয়ে পৌরসভা ঘেরাও করে।এসময় পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদেরকে লাঠি সোটা দিয়ে মারার জন্য উদ্যত হয়। পরে পুলিশ আসলে ওরা পালিয়ে যায়।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এস এম আকিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে ।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি