নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলার সদরের পৌরসভার ০১ নং ওয়ার্ডের বাসিন্দা ফজল করিমের ছেলে, ০১ নং ওয়ার্ডের ৮ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলমের ভাতিজা,প্রতিবন্ধী রেজাউল করিম প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে একটি বার সৌজন্যে মূলক সাক্ষাৎ করতে চান,
রেজাউল করিম বলেন আমাদের দেশের পাঁচ বারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, আমার একটি মাত্র আশা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে একটি বার সৌজন্যে মূলক সাক্ষাৎ করতে, আমি একজন শারীরিক প্রতিবন্ধী,
আমি একজন গরীব এর সন্তান, আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর একটি বার অনুমতি পায় তাহলে আমি প্রতিবন্ধী হলে ও আমি নিজেকে ধন্য মনে করতাম,
রেজাউল করিম একজন গরীব পরিবারের সন্তান হলে ও তিনি একজন ছাত্র,রেজাউল কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে, তিনি এখন চান যে একটি বার সৌজন্যে মূলক সাক্ষাৎ করতে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে, রেজাউল আরো বলেন কতো মানুষ কতদিক দিয়ে কষ্ট করতেছে,
তার মধ্যে রেজাউল একজন পরিবারিক ভাবে একজন পরিশ্রমিক ছেলে, রেজাউল আরো বলেন যদি আমার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যা যা করার তা করবো, আমার ও দেশের নাগরিক হিসেবে অধিকার আছে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার।
রেজাউল করিম আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি বার সৌজন্যে মূলক সাক্ষাৎ করতে অনুমতি দিবেন বলে,