‘গণহত্যা বন্ধ কর, ফিলিস্তিন মুক্ত করো’ শ্লোগানে ফিলিস্তিন সংহতি সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কুষ্টিয়া পৌরসভা বিজয় উল্লাস চত্বরে সমাবেশ শেষে বিভিন্ন ব্যানার ফেস্টুনসহ র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে বড় বাজার রেলগেটে সামাবেশের মাধ্যমে শেষ হয় কুষ্টিয়াস্থ ফিলিস্তিন সংহতি কমিটির আহŸায়ক প্রফেসর নুর উদ্দিন আহাম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংহতি সমাবেশ ব্যালীতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈাতিক সংগঠনের নেতাকর্মীরা সংহতি জানিয়ে অংশ গ্রহন করেন।
এসময় সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সিপিবি কুষ্টিয়ার সভাপতি শহিদুল আলম দিপু, বাসদ কুষ্টিয়া জেলা আহŸায়ক শফিউর রহমান শফি, গনফ্রন্টের সমন্বয়ক সত্য বিশ্বাস, জাতীয় মুািক্ত আন্দোলনের কেন্দ্রিয় কমিটির সদস্য সজীব রায়, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, কবি ও সাহিত্যিক এ্যাডঃ সুব্রত চক্রবর্তী, প্রফেসার অজয় কুমার বিশ্বাস, মানবাধিকার কর্মী এম এ কাইয়ুম, যুব ইউনিয়নের সভাপতি গোলাম রব্বানী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি লাবনী সুলতানা, প্রগতিশীল আইনজীবী ফোরামের নেতা এ্যাডঃ মীর নাজমুল ইসলাম শাহীন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জামাল উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকার কর্মী রফিকুল ইসলাম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা রফিকুল ইসলাম রকা, বিপ্লবী ছাত্রমৈত্রী নেতা পারভেজ হাসান, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন নেতা মকসুদ আহাম্মেদ মনি, জাতীয় ক্ষেতমজুর সমিতির নেতা লাল মোহাম্মদ জুয়েল, চিনিকল সংগ্রাম পরিষদের নেতা রোকুনুজ্জামান রোকন, বাংলাদেশ লেখক শিবিরের সাধারন সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।