মোঃ আবুল বাসার ( ক্রাইম রিপোর্টার )
যশোরের অভয়নগরে বীর মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমান স্মৃতি স্বরণে ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্টে ফাইনালে শংকরপাশা জুটি চ্যাম্পিয়ন ও নওয়াপাড়া রানার্সআপ হয়েছে।
গতকাল (২৫ জানুয়ারি) বৃহস্পতিবার নওয়াপাড়া পৌরসভার ০৭ নং ওয়ার্ড সিরাজকাঠি গ্রামের যুব সমাজের আয়োজনে সন্ধা ৬টায় সিরাজকাঠি গ্রামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণের পূর্বে বীর মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমানের স্বরনে দোয়া অনুষ্ঠিত হয়। তারপর বিজয়ীদের তুলে দেন সিরাজকাঠি গ্রামের প্রভাবশালী ছাত্রনতা শিশির কুমার রায়, মোল্যা মুহিদুল ইসলাম সজল, বড় ভাই বুলবুল আহম্মেদ হান্নান, সাংবাদিক মোঃ আবুল বাসার, কাইউম শেখ, রজিবুল ইসলাম (খোকন) কাজল মোল্যা, রাসেল মোল্যা, মমিন সরদার,আঃ সামাদ মোল্যা,মহসিন মোল্যা, সহ স্থানীয় অনেকে।
টুর্নামেন্টে সার্বিক তত্যাবধানে অগ্রণী ভূমিকা পালন করেন মোঃ হাবিবুর রহমান (তিলক)
আয়োজক কমিটিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন মোঃ রাকিবুল ইসলাম, মিরাজুল ইসলাম সোহাগ,কল্লোল সাহা, মোঃ শুভন গাজী, মিনহাজুল ইসলাম,হৃদয়,শামীম,মিরাজুল ইসলাম,আকাশ,সোহান,সাগর মোল্যা,হাসিব শেখ, রনি রাজ প্রমুখ।
ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুরস্কার ছিল নগদ টাকা এবং ট্রফি। রানারআপ পুরস্কার ছিল নগদ টাকা এবং ট্রফি। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে আপয়ায়নের মাধ্যমে ডিনার করানো হয়।
জানা গেছে, টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে, যশোর, খুলনা,নড়াইল,সাতক্ষীরা, ঝিনাইদহ, ফরিদপুর, জেলা সহ বিভিন্ন জেলা উপজেলার থেকে আগত প্লেয়াররা অংশ নেয়।
প্রত্যেক গ্রুপে তুমুল প্রতিদ্বন্দিতা শেষে ফাইনাল ওঠে নওয়াপাড়া'র হাসান জুটি ও শংকরপাশা'র হাসান জুটি, ফাইনালে চ্যাম্পিয়ন হয় শংকরপাশা জুটি। টুর্নামেন্ট শেষে ডিনার পার্টি অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি