কুষ্টিয়ায় দিনব্যাপী হ্যালো ডট বিডিনিউজ টুয়েন্টিফোরের শিশু সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহরের খেয়া রেস্তোরার সম্মেলন কক্ষে বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম’র কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়, বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক নুরে সফুরা ফেরদৌস।
কর্মশালায় শিশু সাংবাদিকদের হাতে কলমে ভিজ্যুয়াল রিপোটিং কৌশল প্রশিক্ষন দেন হ্যালো ডট বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কমের সহসম্পাদক ইভান সাদিক।
এসময় নূরে সফুরা ফেরদৌস শিশু সাংবাদিকদের শিশু অধিকার ও বাল্য বিয়ে রোধে করনীয় কৌশল ও চ্যালেঞ্জ মোকাবিলা বিষয়ের নানা দিক তুলে ধওে বলেন, ‘বাল্যবিয়ের কুফল বিষয়ের সংবাদ বেশি বেশি করার মাধ্যমে সামাজিক জাগরণ সৃষ্টিতে শিশু সাংবাদিকরা যুগান্তকারী ভুমিকা পালন করতে পারে’।
প্রধান অতিথি প্রফেসর শিশির কুমার রায় বলেন,‘শিশুদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার বিকাশে এই শিশু সাংবাদিকদের হাতের কলমে শেখানোর আয়োজনের সাথে যারা জড়িত এবং যে সব শিশুরা এই কর্মশালা থেকে সাংবাদিকতার কৌশল আয়ত্ব করে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে সচেতনতা সৃষ্টির কাজ করছেন তাদের সকলকে ধন্যবাদ জানানোর কোন ভাষা নেই।
উল্লেখ্য গত ২৩ থেকে ২৫অক্টোবর পর্যন্ত তিনদিনের কর্মশালায় অংশ গ্রহনকারী ২০ শিশুদের মধ্য থেকে বাছায়কৃত ১০জন শিশুকে এই একদিনের ফলোআপ কর্মশালায় অংশ নেয়ার জন্য নির্বাচন করা হয়েছিলো। এই ফলোআপ কর্মশালায় অংশ নেয়া শিশুরাও আনন্দিত ও খুশি হয়েছে এই কর্মশালায় অংশ নিতে পেরে।