রহমান বাবুল,ফেঞ্চুগঞ্জ সিলেট প্রতিনিধি
বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব ও প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান বেগম শামছুন নাহার বলেছেন, শিক্ষার্থীকে দেশের সু-নাগরিক হিসাবে গড়ে তুলতে হলে প্রথমে দায়িত্ব নিতে হবে পরিবার থেকে। আলোকিত সমাজ আলোকিত দেশ গঠন করতে তাদের ভালো শিক্ষা অর্জন করতে হবে। এরাই শিক্ষা অর্জন করে জাতিকে গর্বিত করবে উন্নত সমাজ ব্যবস্থা গড়তে হলে শিক্ষক অভিভাবকদের এগিয়ে আসতে হবে। আমাদের শিক্ষক,শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের দৃষ্টান্ত রেখে যাচ্ছেন এটা আমাদের গর্বের ও গৌরবের বিষয়।
বুধবার সিলেটের ফেঞ্চুগঞ্জ হাজী করম উল্লাহ উচ্চ বিদ্যালয় ও হাজী করম উল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র- অভিভাবক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কথা গুলো বলেছেন।
স্কুল প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সহকারী শিক্ষিকা ফারমিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবী শওকত হোসেন শামীম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা, ফেঞ্জুগঞ্জ উপজেলা সমবায় অফিসার আব্দুল্লা মোহাম্মদ সাইদুল, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, করম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়ছুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উদ্দীন, প্রবাসী খসরু মিয়া, পূর্ব ইলাশপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।
বক্তব্য রাখেন ইউপি সদস্য আবুল কালাম, সাবেক ইউপি সদস্য বেলাল আহমেদ, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, ক্রীড়াবিদ আনোয়ার হোসেন সাজু, সমাজকর্মী বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আতিকুর রহমান মিঠু, সমাজকর্মী কমিটির সদস্য আল আমিন রাসেল প্রমুখ।