মোঃ আবুল বাসার( ক্রাইম রিপোর্টার ):
যশোরের অভয়নগর উপজেলায় ভেজাল সার জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) সকালে নওয়াপাড়া মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামানের নেতৃত্বে এ সার বিনষ্ট করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নওয়াপাড়া বাজারের গণি সীড ফার্ম এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভেজাল সার জব্দ করা হয়। পাশাপাশি ভেজাল সার সংরক্ষণ ও বেশি দামে সার বিক্রয়ের অভিযোগে গনি সীড ফার্মের মালিক উসমান গনিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম, কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দরা সহ অন্যরা।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাসিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল কোর্টের মাধ্যমে জব্দকৃত ভেজাল দস্তা, জীপসাম, টিএসপি ও এমওপি সার ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মুল্য সাড়ে ৪ লাখ টাকা।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি