মোঃ আবুল বাসার( ক্রাইম রিপোর্টার )
যশোরের ঝিকরগাছায় তৌফিক হোসেন (২৭) নামে এক শ্রমিক খুন হয়েছেন। আজ শনিবার (২০ জানুয়ারি) সকাল আটটার দিকে উপজেলার কাটাখাল নামক স্থানে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তার মৃতদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহত তৌফিক হোসেন ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।
নিহতের মা রেহানা খাতুন জানান, তার ছেলে তৌফিক হোসেন আফিল ডিমের ফার্মে কাজ করেন। এদিন সকাল সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাচ্ছিল। পথে কাটাখাল মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তাররা যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। যশোর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, হাসপাতালে আনার আগেই তৌফিকের মৃত্যু হয়েছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, এ হত্যার ঘটনা আমার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে দেখছি। ঘটনার বিষয় বিস্তারিত পরে জানানো হবে।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি