নড়াইলে বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নড়াইল শিল্পকলা একাডেমী চত্ত¡রে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া অফিসার মো: কামরুজ্জামানের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক কৃষ্ণপদ ঘোষ। অটিস্টিক শিশুদের খেলা পরিচালনা করেন সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও অটিস্টিক শিশুদের খেলার কোচ মো: মুনজুরুর রহমান সিকদার পান্নু। খেলায় অংশগ্রহণকারী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪২জন প্রতিবন্ধী শিশুকে পুরষ্কার, দুপুরের খাবার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের কম্বল প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন,আমাদের দেশ উন্নয়নশীল দেশ আমরা উন্নয়নের পথে এগিয়ে চলেছি ডিজিটাল বাংলাদেশের হাত ধরে এখন আমরা স্মার্ট বাংলাদেশের পরিপল্পনা করছি এবং বাস্তবায়নের পর্যায়ে আছি। সেই উন্নয়নের অগ্রযাত্রায় আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে এবং সমাজের অন্যন্য যারা বিশেষ চাহিদা আছে যেমন অর্থনীতি হোক আর যেভাবেই হোক যারা অনগ্রসর তাদের সকললে নিয়ে আমাদের এইঅগ্রযাত্র।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২৪ এর আওতায় সদর উপজেলার অটিস্টিক শিশুদের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশুদের বোচি, দৌড়, বল নিক্ষেপ,দড়িলাফসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি