ইয়াসিন আরাফাত(স্টাফ রিপোর্টার):যশোর সদরের বসুন্দিয়া, শেখপাড়া গ্রামে নানা বাড়ি থেকে, বুধবার সন্ধায় রাজ (১৫) নামে এক কিশোরের গলায় ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধার করেছে বসুন্দিয়া ক্যম্পের পুলিশ।
মৃত রাজ বিগত ৩মাস যাবৎ নানা বাড়িতেই অবস্থান করছিল। বুধবার সন্ধ্যায় রাজের মামাতো ভাই-বোনরা তার শোয়ার ঘরে ডাকতে গেলে তারা রাজকে গলায় গামছা বাঁধা ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তাদের চিৎকারে বাড়িতে উপস্থিত সকলে ছুটে আসেন।
এরপর বিষয়টি বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে অবহিত করলে এসআই আসাদুজ্জামান ও এ.এসআই আব্দুল আলীম উপস্থিত হয়ে রাজের ঝুলন্ত মৃতদেহ নিচে নামায়। এসময় ৩নং ওয়ার্ড ইউপি সদস্য শওকত জাহান সুপ্ত সেখানে উপস্থিত ছিলেন। নানার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর সুনির্দিষ্ট কোন কারণ বলতে পারেনি। তার নানা বসুন্দিয়া গ্রামের শেখ রফিকুল ইসলাম।
নিহত রাজের স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি গ্রামে। নিহতের পিতা রাজু আহম্মেদ ও মাতা রেনু বেগম এর বড় সন্তান রাজ। নানা বাড়ি সূত্রে জানা যায় রাজ তার নানা বাড়ি থেকেই পড়ালেখা শুরু করেছিল এবং বসুন্দিয়া মোড় বাসস্ট্যান্ডের ভাই ভাই ড্রাগ হাউজে সহকারী হিসেবে কাজ করছিলো। বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদুজ্জামান বলেন রাজের মৃত্যু কিভাবে হয়েছে সে বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করতে মৃতদেহ মর্গে পাঠানো হবে। আপাতত অনুমান করে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা ঠিক হবেনা। নিহতের সুরতহাল রিপোর্ট না পাওয়া পর্যন্ত সঠিক কারণ বলা যাচ্ছে না। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।