মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃসাতক্ষীরা দেবহাটার নওয়াপাড়ায় সুশান্ত মন্ডল (৪৫) নামের এক সংখ্যালঘুর জমি জবরদখলে নেয়ার অভিযোগ উঠেছে। তিনি নওয়াপাড়া ইউনিয়নের বড়হুলা গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে। সম্প্রতি তার জমির বেড়িবাঁধ কেটে ২২ শতক জমি দখলে নিয়েছেন রামনাথপুর গ্রামের মৃত হোসেন আলী সরদারের ছেলে স্থানীয় বিএনপি নেতা আকবর আলী।
ভুক্তভোগী সুশান্ত মন্ডল জানান, নওয়াপাড়া ইউনিয়নের রামনাথপুর মৌজায় বড়হুলা দক্ষিণ বিলে বিআরএস ১৭৪২ খতিয়ানের ৬১২৪, ৬১২০ ও ৬৩৮৪ দাগে তার মা কমলা ভুঁইয়ার পৈত্রিক ২২ শতক জমি ছিল। জমিটি প্রায় ২০ বছর আগে মৎস্য ঘের করার জন্য উপজেলা বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য আকবর আলীর কাছে ইজারা দেন তারা।
কিন্তু ২০২১ সাল থেকে আকবর আলী সুশান্ত মন্ডলের পরিবারকে ইজারার বাৎসরিক টাকা দেয়া বন্ধ করে দেন। কোন উপায়ন্তু না পেয়ে গত বছর স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় জমিটুকু আকবর আলীর কাছ থেকে ফেরত নিয়ে তাতে ধান চাষ করেছিলেন সুশান্ত মন্ডল।
কিন্তু কিছুদিন যেতে না যেতেই সম্প্রতি সুশান্ত মন্ডলের জমির বেড়িবাঁধ কেটে ওই ২২ শতক জমি জবরদখলে নিয়ে তাতে পানি তুলে আবারও মাছ চাষ শুরু করেন বিএনপি নেতা আকবর আলী। একগুয়েমি আকবর আলীর এমন হটকারি কর্মকান্ডে রীতিমতো বিপাকে পড়েছেন সংখ্যালঘু সুশান্তের পরিবার। উপরন্তু জবরদখলকৃত জমি আকড়ে রাখতে আকবর আলী উল্টো তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেছেন সুশান্ত মন্ডল।
বিএনপি নেতা আকবর আলীর কবল থেকে রেকর্ডিয় মালিকানার জমিটুকু ফেরত পেতে দ্বারে-দ্বারে ধরণা দিয়েও কোন প্রতিকার না পেয়ে অবশেষে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সংখ্যালঘু সুশান্তের পরিবার।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি