ইয়াসিন আরাফাত (স্টাফ রিপোর্টার) জাগপা’র প্রেসিডিয়াম সদস্য,(যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি,খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কারী) নিজামদ্দিন অমিতের গর্ভধারিনী মা ফাতেমা সাত্তার ব্রেন স্টক করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় ৭ জানুয়ারি রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
ফাতেমা সাত্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, জাগপা যশোর জেলা শাখা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য ত্ত যশোর জেলার অর্থ সম্পাদক আফসানা ইয়াসমিন অনুরুপা,জেলা শাখার সহ-সভাপতি ইদ্রিস মৃধা , নূরজাহান ইসলাম,সাবিত্রী বিশ্বাস,বজলু হাত্তলাদার,খন্দকার আলমগীর হোসেন আলম,
সহ-সাধারন সম্পাদক খন্দকার জাহিদ হাসান,শেখ কায়েম আলী,আব্দুল মজিদ,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু,প্রচার সম্পাদক শাহাজান মল্লিক,দপ্তর সম্পাদক ডাঃরবিউল ইসলাম,সহ-সাংগঠিক সম্পাদক কাজী জাবেদ,সহ-প্রচার সম্পাদক সৈয়দ মঞ্জুর হাসান রাব্বু,সহ-দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন,জেলা শাখার নেতা,আব্দুর জব্বার,আব্দুল্লাহ আল মামুন,মুকুল শেখ, রফিকুল ইসলাম রফিক,জিয়াউর রহমান ভান্ডারী,প্রতাপ বিশ্বাস, শিমুল বোস,মুজিবর রহমান,মঞ্জুর গাজী,মঞ্জুর রহমান,জহিরুল ইসলাম,রেজত্তয়ান বাবু,আনোয়ার শিকদার, আলামিন হোসেন,ফসিয়ার রহমান,নাসির উদ্দিন বাবু,নজরুল ইসলাম,সুরুজ খান,মোমিনুর রহমান মিঠু,মোঃজহির,বাবু বিশ্বাস প্রমুখ।