কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে কুষ্টিয়া-৩ আসন ছাড়া অন্য তিনটি আসনে জয়ী হয়েছে ট্রাক। কুষ্টিয়া-১ আসনে জয়ী হয়েছে ট্রাক প্রতীক নিয়ে রেজাউল হক চৌধুরী,কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে হারিয়ে ট্রাক প্রতীক নিয়ে জয়ী হয়েছে কামারুল আরেফিন, কুষ্টিয়া-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, কুষ্টিয়া-৪ আসনে ট্রাক প্রতীক নিয়ে জয়ী হয়েছে আব্দুর রউফ।
কুষ্টিয়া-১ আসনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী রেজাউল হক চৌধুরী ৮৯,২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী নাজমুল হুদা পেয়েছেন ৫৩,১০৫ ভোট।
কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী কামারুল আরেফিন ১,১৫,৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের নৌকা প্রতীকের প্রার্থী হাসানুল হক ইনু পেয়েছেন ৯২,৪৪৫ ভোট।
কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মাহবুবউল আলম হানিফ ১,২৭,৮০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী পারভেজ আনোয়ার পেয়েছেন ৪২,১৮১ ভোট।
কুষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর রউফ ৯৮,০৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ জর্জ পেয়েছেন ৮০,১১১ ভোট।
খালিদ সাইফুল, পরিবর্তনের অঙ্গীকার, কুষ্টিয়া