কুষ্টিয়া মিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। রফিকুল ইসলামকে আহবায়ক ও জাহিদ হাসানকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছে কুষ্টিয়া জেলা কমিটি।
কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ এবং সাধারণ সম্পাদক আবু সাইদ জাকারিয়া উৎপলের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার এ কমিটি অনুমোদন দেয়া হয়।
এই কমিটির সদস্য সচিব জাহিদ হাসানের বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসার অভিযোগ উঠেছে। সে ২০২১ সালের ১০ জানুয়ারি দৌলতপুর থানা পুলিশের হাতে বিপুল সংখ্যক ফেনসিডিলসহ আটক হয়। স্বেচ্ছাসেবক দলে মাদক ব্যবসায়ীর স্থান পাওয়ায় দলের ভিতরে ও বাহিরে নানান গুঞ্জন সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে সদ্য অনুমোদিত স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হক বলেন, দলের এই দুঃসময়ে ত্যাগী পরিশ্রমী নেতাকর্মীদের দিয়ে কমিটি না দিয়ে নামধারী মাদক ব্যাবসায়ীকে দিয়ে কমিটি করা এটা খুবই দুঃখজনক।
তিনি আরো বলেন, আমি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দ্রুত কমিটি স্থগিত করে নতুন কমিটি দেয়া হোক। একজন মাদক ব্যাবসায়ীর নেতৃত্বে রাজনীতি করা আমাদের সম্ভব না।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি