আজ ২রা জানুয়ারী কুষ্টিয়াস্থ সাধক লালন শাহের মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো "লালন" নামে নতুন একটি ভোগ্যপণ্য ব্র্যাণ্ডের মোড়ক উন্মোচন। "জীবনে আসুক প্রাণ" এটি তাদের স্লোগান।
কুষ্টিয়ার কিছু তরুন উদ্যোক্তা কেএস এগ্রো কোম্পানীর "লালন" নামে সরিষার তেলের বাজারজাত শুরু করেছে। তেতুল কাঠের ঘানিতে ভাঙানো এই সরিষার তেলে কেবল বাছাইকৃত সরিষার দানা ব্যবহার করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীর উদ্যোক্তা লতিফুল খবির কল্লোল, আমিনুর রহমান, কোম্পানীর প্রডাকশন হেড উজ্জ্বল সরকার, মার্কেটিং মেন্টর দেবাশীষ সিকদার, সিনিয়র ফটোগ্রাফার অনিকেত রেজা সহ অন্যান্য কর্মকর্তাগন।
উদ্যোক্তারা জানান, ভেজালের ভীড়ে জনগণের প্রাণ যায় যায়। তাই, এলাকার এবং দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার ব্রত নিয়ে ভেজালমুক্ত ভোগ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরনের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে লালন ব্র্যাণ্ড। উদ্যোক্তারা লালন ব্র্যাণ্ডের হয়ে জনগণকে সেবা দেয়ার সুযোগ প্রত্যাশা করেন।
উল্লেখ্য, কেএস এগ্রো, কেএস ফ্রেণ্ডস কেমিক্যালের সিস্টার কনসার্ন। কেএস ফ্রেণ্ডস কেমিক্যালের উৎপাদিত সোজি ব্রাণ্ডের টয়লেট ক্লিনার, ডিশ ওয়াশ, হ্যাণ্ড ওয়াশ, ফ্লোর ক্লিনার, লিকুইড ডিটারজেন্ট বিগত কয়েক বছরে ভোক্তাদের মধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২ জানুয়ারি ২০২৪
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি