এবার ১৪দলীয় জোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাসানুল হক ইনুর নির্বাচনী এজেন্ট কর্তৃক ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু হাজি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি রফিকুল আলম চুনুকে অকথ্য ভাষায় গালিগালাজ ও সম্মানহানিকর বক্তব্যে ক্ষুব্ধ হয়ে জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়ে কারণ দর্শাও নোটিশ প্রেরণ করেছেন নির্বাচন অনুসন্ধান কমিটি সংসদীয় আসন-৭৬, কুষ্টিয়া-২।
গত ২৯ ডিসেম্বরের ঘটনায় ৩১ ডিসেম্বর ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান হাজি আক্তারুজ্জামান মিঠুর করা অভিযোগে নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রধান কুষ্টিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো: রেজওয়ানুজ্জামান স্বাক্ষরিত এই কারণ দর্শাও নোটিশটি রবিবার (০১জানুয়ারী) বিকেলে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম।
সোমবার (০২জানুয়ারী,২০২৪) দুপুর ১২টায় আব্দুল আলীম স্বপনকে তার লিখিত বক্তব্যসহ এবং অভিযোগকারী স্বাক্ষীকে সমর্থনযোগ্য প্রমানসহ কমিটি প্রধানের কার্যালয়ে স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। অনুসন্ধান কমিটি প্রধানে নির্দেশনায় বলা হয়েছে প্রয়োজনে উভয়ের উপস্থিতিতে শপথপাঠসহ স্বাক্ষ্য গ্রহন করা হবে বলেও জানালেন ওই পুলিশ কর্মকর্তা।
তবে এবিষয়ে জোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর প্রধান নির্বাচনী এজেন্ট জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনের সাথে মোবাইল ফোনে আলাপকালে তিনি জানান, ‘আমি এখনও নোটিশ পায়নি, নোটিশ হাতে পেলে তার লিখিত জবাব দিবো’।