স্মার্ট কুষ্টিয়া বিনির্মানে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে নির্বাচনী পথসভায় অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, আমরা রাজনীতি করি উন্নয়ন ও শান্তির জন্য। বিগত সময়ে আপনাদের ভোটে নৌকা প্রতীক বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠিত হয়েছিলো। বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের পাশাপাশি কুষ্টিয়ার উন্নয়ন সম্ভব হয়েছে।
হানিফ বলেন, আপনারা আমার উপর ভরসা রেখে বিগত সময়ে নৌকায় ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করার ফলে, কুষ্টিয়ার উন্নয়ন অগ্রগতি এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আমার মুল লক্ষ্য কুষ্টিয়ার উন্নয়ন করা, এলাকার মানুষ শান্তিতে বসবাস করবে এটাই আমার প্রত্যাশা। এবারের নির্বাচনেও আমার উপর বিশ্বাস রেখে আর একটিবার সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সু নিশ্চিত করুন। আগামী দিনে উন্নয়ন ও শান্তির জন্য নৌকার বিকল্প নেই। নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা শান্তির প্রতীক। আগামী ৭জানুয়ারি নৌকার বিজয় হলে, কুষ্টিয়ার উন্নয়নের পাশাপাশি পৌরসভার উন্নয়ন করে ঢেলে সাজাতে চাই। এই কুষ্টিয়ার উন্নয়নের সুফল আপনাদের আগামীর প্রজন্ম ভোগ করবে। তিনি আরো বলেন, হয়তো আমি বেশি দিন থাকবো না। কুষ্টিয়ার উন্নয়ন করে আমি নিয়েও যাবো না। স্মার্ট কুষ্টিয়া বিনির্মানে সকলের সহযোগীতা কামনা করে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধা ৭টার দিকে লাহিনী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পৌর ১২ ও ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মফিজুল ইসলাম, পরিচালনা করেন ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী। সার্বিক সহযোগীতা করেন ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল জোয়ার্দার। এবং প্রয়াত কাউন্সিলর ইসলাম শেখের ছোট ভাই আবু বক্কর সিদ্দিকী
এতে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান মজনু, সদস্য হাবিবুল হক পুলক। শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার গৌরব চাকী, ১২নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আনিচ, ২১নং ওয়ার্ড পৌর কাউন্সিলর সোহেল রানা আশা এবং সমাজসেবক আবু বক্কর সিদ্দিক সহ দলীয় নেতৃবৃন্দ।