প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৩, ৮:২২ পি.এম
কুষ্টিয়ায় নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে র্যাব-১২
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ায় নাশকতা এড়াতে সাধারণ জনগণের জানমাল রক্ষার্থে র্যাব-১২ সিপিসি ১ মাঠে রয়েছে। যাতে কোথাও কোনো রকম অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে ।
সেই সাথে চলছে জেলার বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়ে তল্লাশি। নির্বাচনকে বাধাগ্রস্ত ও সাধারণ মানুষের উপরে অন্যায় ভাবে নির্যাতন না করতে পারে যার কারণে আমাদের এই টহল টিম সবসময় মাঠে আছে । দিনরাত এক করে ২৪ ঘন্টায় তারা নিরলস ভাবে শ্রম দিয়ে সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে কাজ করে যাচ্ছে। কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজের সাথে কথা হলে তিনি বলেন সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়াই আমাদের মূল লক্ষ্য ।
সেই সাথে তারা যেন ভাল থাকে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে তাদের জান মালের উপরে কোন হুমকি না আসে সেই কারণে আমাদের টিম মাঠে রয়েছে। শুধু নির্বাচনী নয় নির্বাচনের আগে পরে এবং ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা সাধারণ জনগণের নিরাপত্তার জন্য কাজ করে থাকি। আমাদের এই কার্যক্রম সাধারণ মানুষের জন্য। কোথাও কোনো রকম বিভ্রান্তি ও নাশকতা মূলক কার্যক্রমের আভাস পেলে আমাদেরকে জানাবেন ।
আমরা তাদের পরিচয় গোপন রাখবো আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করুন। এমন কার্যক্রমের বিষয়ে কুষ্টিয়ার সাধারণ মানুষের সাথে কথা হলে তারা বলেন নিঃসন্দেহে ভালো উদ্যোগ। দেশে হরতাল অবরোধের নামে চলছে নাশকতা। সেইসাথে মানুষ পুড়িয়ে করছে রাজনীতি। আমরা চরম হতাশার মধ্যে থাকি। প্রশাসনকে বলবো যারা এমনটি ঘটাচ্ছে তাদেরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি