নীলফামারীর ডোমারে উদ্ধার হলো বিপন্ন প্রজাতির একটি শকুন। বৃহস্পতিবার সকালে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ভেলসিপাড়া এলাকা থেকে শকুন টি উদ্ধার করে ডোমার বনবিভাগ।
সরজমিনে গিয়ে স্হানীয় লোকজনের সাথে কথা হলে তারা জানান সকালে ভেলসিপাড়া জামে মসজিদ এলাকায় আমরা একটি পাখি দেখতে পাই পরে কাছে গিয়ে দেখতে পারি যে এটি একটি বিপন্ন প্রজাতির প্রাণী ।
পরে আমরা উপজেলা প্রশাসন কে বিষয় টি অবগত করি ।
এবিষয়ে ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও নাজমুল আলম বিপিএএ সাথে কথা হলে তিনি বলেন খবর পাওয়া মাত্র আমি নিজে, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল হক, ডোমার রেঞ্জ এর বন কর্মকর্তা আব্দুল হাই সহ আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিপন্ন প্রজাতির শকুন টি কে উদ্ধার করে বনবিভাগে নিয়ে আসা হয়।
উদ্ধার কালীন সময়ে শকুন টি দুর্বল এবং পায়ে কিছু টা আঘাত প্রাপ্ত ছিলো।
ডোমার রেঞ্জ বন কর্মকর্তা আব্দুল হাই বলেন উদ্ধার করা শকুন টি বর্তমানে আমাদের তত্বাবধানে আছে। এছাড়াও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন শকুন টি উদ্ধার কালীন সময়ে দুর্বল ব্যবস্থার থাকায় তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এছাড়া ও ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ আরো জানান পাখিকে উদ্ধার করে সুস্থ করার চেষ্টা চলছে , সুস্থ হলে পরবর্তীতে বন্যপ্রাণী দপ্তরের সাথে আলোচনা করে শকুন টি অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে।