পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিযায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প সরকারি পরিষেবায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর প্রর্যন্ত খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের অডিটরিয়ামে নাগরিক উদ্যোগ সংস্থার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কাউকে বাদ দিয়ে নয় জোটের খুলনা বিভাগীয় সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
এসময় বক্তব্য রাখেন, খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের খুলনা উপরিচালক মোস্তাক উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা, ডেপুটি সিভিল সার্জন এস এম কামাল হোসেন, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক বিশ^জিৎ বৈরাগী, যুব উন্নয়নের ডেপুটি কো-অর্ডিনেটর এস এম নূরুজ্জামান, খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, নাগরিক নাগরিক উদ্যোগের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মানিক রঞ্জন দাস প্রমূখ। কাউকে বাদ দিয়ে নয় জোটের সম্মানীয় কর্মকর্তা, সরকারীরা সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পরিষেবা প্রাপ্তির ক্ষেত্রে কার্যকর যোগাযোগ মাধ্যম একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। তৃনমুল পর্যায়ের মতবিনিময়ের মাধ্যমে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের নিকট পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তথ্য এভাবে আলোচনার মাধ্যমে পরিষেবা প্রাপ্তির কাজটি অনেক সহজতর হবে বলে সভায় উঠে আসে। এর মাধ্যমে পরিষেবা প্রতিষ্ঠানগুলো সরাসরি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন পরিষেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টিতে সক্ষম হবে। এবং বিভিন্ন পরিষেবা প্রদানের মাধ্যমে তাদের উন্নয়ন সহজতর করতে পারবে। পরিষেবা প্রতিষ্ঠানগুলো তাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে করণীয় সম্পর্কে সচেতন হবে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবা প্রাপ্তিতে এগিয়ে আসবে।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি