কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের ৬দিন পর মাঠ থেকে শাহীন আলী (১১) নামে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠের একটি বাগান থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত স্কুলছাত্র শাহীন আলী আদাবাড়িয়া গ্রামের সানের আলীর ছেলে এবং তেকালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প ম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর বিকেল ৪টার দিকে শাহীন আলী সখের বসে তার দাদার ব্যাটারী চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে সন্ধা হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও কোন সন্ধান না পেয়ে শাহিনের পিতা সানের আলী দৌলতপুর থানায় একটি জিডি করেন। রোববার সকালে স্থানীয় চাষীরা মাঠে কাজ করতে যাওয়ার সময় একটি মেহগনি বাগানে ক্ষতবিক্ষত ও অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত স্কুলছাত্র শাহিনের লাশ উদ্ধার এবং পরিবারের লোকজন শাহিনের লাশ সনাক্ত করে। পরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। পরিবারের দাবি ও পুলিশের ধারণা কোন ভ্যান ছিনতাইকারী চক্র ভ্যানসহ শাহিনকে অপহরণ করে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে লাশ ফেলে যায় এবং ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকী জানান, ‘ইউনিয়ন পরিষদ ভবনের পেছনের একটি বাগান থেকে শাহীন আলী নামে প ম শ্রেণীর স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ১১ ডিসেম্বর থেকে সে নিখোঁজ ছিলো’।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘শাহীন আলী নামে এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাই করতেই এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। যারাই এই হত্যাকান্ডে জড়িত থাক তাদের গ্রেফতার করা হবে’।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি