কুষ্টিয়া যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের জেলা মূল্যায়ন ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপি কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হায়াত মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাসরিন আখতার।
উক্ত কর্মশালায় প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন যশোর অ লে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র ঘোষ।
যশোর অ লে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মনিটরিং ও মুল্যায়ন কর্মকর্তা মাসুম আব্দুল্লাহ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাছরিন বানু, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) কাওছার হোসেন, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (শস্য) ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মহাসীন আলী, অতিরিক্ত পরিচালক (উদ্যান) টিপু সুলতান, জেলা প্রশিক্ষণ অফিসার আব্দুল করিম, কৃষি প্রকৌশলী মোফাজ্জেল হোসেন, অত্র প্রকল্পের জুনিয়র পরামর্শক ইমরুল পারভেজ, উম্মে উমারা, আব্দুল্লাহ প্রমুখ।
কর্মশালায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, জেলা বাজার কর্মকর্তা, বীজ প্রত্যায়ন কর্মকর্তা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা, মসলা গবেষণা, জেলা সমবায় কর্মকর্তা, মৎস্য কর্মকর্তাসহ কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।