যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে কুষ্টিয়া সরকারি কলেজ ।
বৃহষ্পতিবার দিবসটি স্মরণে র্যালী, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলী প্রদানসহ কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।
আলোচনা সভায় সকল বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভাপতি তার বক্তব্যে সকল বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাৎ কামনা করেন।
তিনি বলেন, দেশকে মেধাশূন্য করার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়। আজ সময় এসেছে শিক্ষার প্রতিটি স্তরে স্বাধীনতার ইতিহাস বাধ্যতামূলক করা।
তাদের ত্যাগ জাতি কখনও ভূলবে না। তাদের আত্নত্যাগের কথা স্মরণ করে প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে থেকে অধিকতর দায়িত্বশীল হয়ে দেশ ও জাতির জন্য কাজ করতে হবে। তাহলেই কেবল সোনার বাংলার প্রতি ভালোবাসা এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ পালন করা হবে।
কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়ের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম সামসুল হক।
আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আনসার আলী, শিক্ষক পরিষদের সম্পাদক লাল মোহাম্মদ ও প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানগণ সহ সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল // পরিবর্তনের অঙ্গীকার // ১৪ ডিসেম্বর ২০২৩
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি